সম্ভবতঃ শোক-ব্যাথার ছাপ আগন্তুক সংবাদবাহকদের মুখমণ্ডলের উপর দৃশ্যমান হইয়াছিল, কারণ তাহারা আসন্ন মহাদুর্যোগের সংবাদ নিয়া আসিয়াছিল। হযরত ইব্রাহীম (আঃ) হয়ত তাহাদের বিষণ্ণ চেহারা দেখিয়া অথবা তাহাদের সম্মুখে পরিবেশিত খাদ্য গ্রহণ করিতে অস্বীকৃতির কারণে ঐরূপ ভাবিয়াছিলেন (১১ঃ৭১)।
Visitor Edits
সম্ভবতঃ শোক-ব্যাথার ছাপ আগন্তুক সংবাদবাহকদের মুখমণ্ডলের উপর দৃশ্যমান হইয়াছিল, কারণ তাহারা আসন্ন মহাদুর্যোগের সংবাদ নিয়া আসিয়াছিল। হযরত ইব্রাহীম (আঃ) হয়ত তাহাদের বিষণ্ণ চেহারা দেখিয়া অথবা তাহাদের সম্মুখে পরিবেশিত খাদ্য গ্রহণ করিতে অস্বীকৃতির কারণে ঐরূপ ভাবিয়াছিলেন (১১ঃ৭১)।