১৫০১

আরবী ভাষায় সাত সংখ্যা সত্তর সংখ্যার মতই শুধু নির্দিষ্ট সংখ্যা অর্থেই ব্যবহৃত হয় না, বরং পূর্ণতা অথবা প্রাচুর্য সম্বন্ধেও বুঝায়।এই আয়াত ইংগিত করে যে, জাহান্নামের দ্বার অপরাধী ব্যক্তির কৃত নানান পাপের সংখ্যার অনুরূপ অনেক সংখ্যক হইবে। সাত সংখ্যাটি সপ্ত বাহ্য ইন্দ্রিয় (যথাঃ দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদ, স্পর্শ, বেদনা এবং শীতলতা ও উষ্ণতার আন্দাজবোধক জ্ঞানেন্দ্রিয় যদ্বারা মানুষ বাহ্য জগৎ হইতে ধারণা বা জ্ঞান আহরণ করে) প্রভৃতিকেও বুঝায়।