‘লাওয়াকিহা’ অর্থ ‘বোঝাবহনকারী- সংযোজনকারী’। ‘লাওয়াকিহা’ এমন এক বাতাস যাহা পুরুষ-বৃক্ষ হইতে পুষ্পরেণু বা পরাগ বহন করিয়া স্ত্রী-বৃক্ষে নিয়া যায় যাহাতে উহা ফলোৎপাদনকারী বৃক্ষে পরিণত হয়। এই শব্দ দ্বারা এইরূপ বাতাসও বুঝায় যাহা ভূপৃষ্ঠ হইতে উত্থিত বাষ্পকে বহন করিয়া উপরে বায়ুমণ্ডলে নিয়া যায় যেখানে উহা মেঘমালার আকার ধারণ করে।