আল্লাহ্তা’লা প্রত্যেক বস্তুর অফুরন্ত ভাণ্ডারের মালিক। কিন্তু তাঁহার অসীম করুণায় তিনি মানুষের মন নির্দিষ্ট জিনিসের দিকে পরিচালিত করেন, যখনই খাঁটি এবং প্রকৃত প্রয়োজন দেখা দেয়। জড় জগতের ন্যায় পবিত্র কুরআন এক বিশাল আধ্যাত্মিক জগৎ, যাহার অভান্তরে লুক্কায়িত রহিয়াছে আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার, সেখান হইতেই আল্লাহ্র ইচ্ছায় চাহিদা অনুযায়ী মানবের নিকট জ্ঞান প্রকাশিত হইয়া থাকে।