১৪৮৯-ক

খাদ্যশস্য উৎপন্ন করার জন্য মাটিতে প্রচুর পানির প্রয়োজন। এই উদ্দেশ্যে আল্লাহ্‌তা’লা পাহাড়-পর্বত সৃষ্টি করিয়াছেন, যাহা পানি সংরক্ষণে জলাধাররূপে কাজ করে, অর্থাৎ বরফ আকারে পানি জমা করিয়া রাখে এবং নদ-নদীর প্রবাহের মধ্য দিয়া মাটির বুকে বিতরণ করে।