রাত্রের আকাশের গ্রহ-নক্ষত্রের সৌন্দর্যময় দৃশ্যই কেবল এখানে ব্যক্ত করা হয় নাই। উহাদের মহৎ উদ্দেশ্য ও কার্যকারিতা সম্বন্ধে ব্যক্ত করা হইয়াছে এবং পরবর্তী ১৬ঃ১৭ ও ৬৭ঃ৬ আয়াতেও উহা বর্ণিত হইয়াছে। ইহাই হইল সেই মহৎ লক্ষ্যের পূর্ণতা যাহার মধ্যে প্রকৃত সৌন্দর্য নিহিত রহিয়াছে।