পূর্ববর্তী এবং বর্তমান আয়াত মক্কাবাসীদের ভীতি এবং বিহ্বলতার সুস্পষ্ট বর্ণনামূলক চিত্র অংকন করিয়াছে— যখন তাহারা অকস্মাৎ দেখিল যে, হযরত রসূল করীম (সাঃ) মক্কাবাসীদের সম্পূর্ণ অজ্ঞাতে দশ হাজার সৈন্যসহ মক্কার প্রবেশ দ্বারে উপস্থিত।
পূর্ববর্তী এবং বর্তমান আয়াত মক্কাবাসীদের ভীতি এবং বিহ্বলতার সুস্পষ্ট বর্ণনামূলক চিত্র অংকন করিয়াছে— যখন তাহারা অকস্মাৎ দেখিল যে, হযরত রসূল করীম (সাঃ) মক্কাবাসীদের সম্পূর্ণ অজ্ঞাতে দশ হাজার সৈন্যসহ মক্কার প্রবেশ দ্বারে উপস্থিত।