১৪৭০

আয়াতে উল্লেখিত ইব্‌রাহীম (আঃ)-এর দোয়া পরিপূর্ণরূপে প্রতিফলিত হইয়াছিল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মাধ্যমে। তাঁহার আবির্ভাবের পূর্বে কেবল আরবের অধিবাসীগণই তাহাদের পূজার নৈবেদ্য অর্পণ করিতে মক্কা আসিত, কিন্তু তাঁহার আবির্ভূত হওয়ার পরে বিশ্বের সকল স্থান হইতে দলে দলে লোক মক্কায় যিয়ারতে আসতে শুরু করিয়াছে।