১৪৬৯

এই আয়াত হযরত ইব্‌রাহীম (আঃ) কর্তৃক তাঁহার পুত্র ইসমাঈল এবং স্ত্রী হাজেরাকে আরবের মরুভূমিতে বসবাস করা সম্পর্কিত। ইসমাঈল তখনো শিশু যখন ইব্‌রাহীম (আঃ) ঐশী আদেশের আনুগত্যে এবং ঐশী পরিকল্পনার পূর্ণতা দানের উদ্দেশ্যে তাহাকে এবং তাঁহার মাতা হযরত হাজেরাকে যে অনুর্বর জনশূন্য অঞ্চলে অবস্থানকল্পে আনিয়াছিলেন, সেখানে আজ বিরাট মক্কা নগরী দণ্ডায়মান। সেই সময়ে সেই স্থানে জীবনের কোন চিহ্ন এবং জীবন ধারণের কোন উপায় উপকরণ ছিল না (বুখারী)। কিন্তু আল্লাহ্‌তা’লার পরিকল্পনা এমন যে, সেই মরু অঞ্চল আজ মানব জাতির জন্য আল্লাহ্‌তা’লার শেষ বাণীর ক্রিয়াকর্মের অপূর্ব প্রদর্শনী ক্ষেত্রে পরিণত হইয়াছে। আর ঐশী পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাধ্যমরূপে মনোনীত হইয়াছেন হযরত ইসমাঈল (আঃ)।