১৪৬৩

কোন জাতির প্রকৃত অপকর্মগুলি, যেগুলি তাহাদের অধঃপতনের কারণ হয় তত অধিক মারাত্মক নয় যতটা তাহাদের অভ্যন্তরীণ দুর্বলতা ফাঁশ হইয়া গেলে হয়। তাহাদের দুর্বলতা লোক সমক্ষে প্রকাশ হওয়ার ফলে, তাহাদের নিকট নিজেদের কার্য সম্পাদনেরও ঊর্ধ্বে তাহাদের মর্যাদা ও খ্যাতি, যাহা তাহাদের সফলতার প্রধান অবলম্বন, মরণাঘাতগ্রস্ত হয়। ইহাতে তাহারা প্রতিপক্ষের নিকট হেয় প্রতিপন্ন হয় এবং তাহাদের পতন আর অবক্ষয় পশ্চাতে চলিতে থাকে। ইহাই হইল “তাহারা সকলেই আল্লাহ্‌র সম্মুখে উপস্থিত হইবে” বাক্যের মর্ম।