“তাহারা তাহাদের হস্তদ্বারা তাহাদের মুখ চাপিয়া ধরিয়াছিল”-এই বাক্যাংশ দ্বারা বুঝা যায় যে, অবিশ্বাসীরা নবীদের উচ্চাঙ্গের দাবীকে নিস্তব্ধ করার জন্য তাহাদের হাত তাহাদের মুখে চাপিয়া ধরিল অথবা তাহারা নবীদের কথায় ক্রুদ্ধ হইয়া হাত দ্বারা তুচ্ছভাব প্রকাশ করিল অথবা তাহারা নবীদের কথায় প্রতিবন্ধকতা সৃষ্টি করিল যাহাতে তাঁহাদের দাবী বা প্রচার স্তব্ধ করিয়া দিতে পারে। এই বাক্য দ্বারা ঘৃণা, তাচ্ছিল্য বা বিদ্রুপাত্মক ব্যবহারও প্রকাশ পায়।