১৪৫

‘কাবা’ এবং উহারই বদৌলত মক্কা, এই দুইটি স্থানকে অর্থাৎ সারা মক্কা শহরটিকে শান্তি ও নিরাপত্তার স্থান বলিয়া ঘোষণা করা হইয়াছে, কিন্তু মক্কার শান্তি কখনও তেমন ব্যাহত হয় নাই। অন্যান্য ধর্মের ধর্মকেন্দ্র গুলি এইরূপ শান্তি ও নিরাপত্তার দাবী কখনও করে নাই এবং কার্যতঃ এইরূপ শান্তি-নিরাপত্তা কখনও ভোগ করে নাই। অথচ মক্কা আদিকাল হইতে আজ পর্যন্ত শান্তি-নিরাপত্তার মধ্যেই কাল কাটাইয়াছে। বিদেশী কোন বিজয়ী এই শহরে ঢুকে নাই, ইহা সর্বদাই সেই সব লোকের হাতেই রহিয়াছে, যাহারা ইহাকে শ্রদ্ধার সহিত ভাল বাসিয়াছে।