১৪৪৫

এই কথা দ্বারা মোশরেকগণকে বলা হইয়াছে, তোমরা তোমাদের উপাস্য দেবদেবীর নাম বল দেখি, অর্থাৎ তাহাদের কর্মকাণ্ড বা গুণাবলী কি? এই আয়াতে নাম শব্দটি ব্যক্তিগত নাম বুঝায় না, গুণবাচক নাম প্রকাশার্থে ব্যবহৃত হইয়াছে। কারণ তাহাদের কিছু দেবদেবীর ব্যক্তিগত নাম কুরআনে উল্লেখ রহিয়াছে (৭১ ঃ২৪)। ‘নাম বল দেখি’ শব্দত্রয় ঘৃণা বা তুচ্ছ-তাচ্ছিল্য ভাবেরই প্রকাশ অর্থাৎ অংশীবাদীগণের (মূর্তি পূজারীদের) দেবদেবী এতই অপদার্থ যে উহাদের নাম উচ্চারণ করিতেও তাহাদের লজ্জায় পড়িতে হয়।