১৪৩৯

আল্লাহ্‌তা’লার এক অপরিবর্তনীয় বিধান হইল যে, যাহারা বা যাহাদের অন্তর আল্লাহ্‌র প্রতি রুজু বা আকৃষ্ট হয় আল্লাহ্ তাহাদিগকেই হেদায়াত দান করেন, এবং যাহারা আল্লাহ্‌র প্রতি বিমুখ অর্থাৎ আল্লাহ্‌তা’লার আহ্বানে সাড়া দেয় না, বরং হেদায়াত গ্রহণে অনীহা প্রকাশ করে তখন তিনি তাহাদিগকে তাহাদের মর্জির উপরে ছাড়িয়া দেন, ফলে তাহারা নিজেরাই বিপথগামী হইয়া যায়।