‘আল মুয়া’ক্কিবাতুন’ অর্থ রাত্রি এবং দিনের ফিরিশ্তাগণ, কারণ তাহারা ক্রমানুক্রমে একে অন্যের স্থলাভিষিক্ত হয়। এখানে বহুবচনে স্ত্রী লিঙ্গের ব্যবহার হওয়ার কারণ এই যে, একই কাজ তাহারা (ফিরিশ্তাগণ) পুনঃপুনঃ করিতেছে। আরবী ভাষার কোন কোন সময় স্ত্রীলিঙ্গ সূচক শব্দ জোরালো ভাব প্রকাশ এবং বার বার সংঘটিত হওয়ার অবস্থা বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়া থাকে। এই আয়াতে পরপর আগমনকারী ফিরিশ্তাগণের এক জামায়াত শব্দগুচ্ছের ব্যবহার অশরীরী ঐশী অস্তিত্বকে ইঙ্গিত করিতেছে, অথবা নবী করীম (সাঃ)-এর ফিদায়ী সাহাবাগণ, যাহারা নিজেদের জীবন বিপন্ন করিয়াও আঁ-হযরত (সাঃ)-এর নিরাপত্তায় নিজেদেরকে নিয়োজিত রাখিতেন, তাহাদিগকে বুঝাইতেছে।