পূর্বে ৪ আয়াতে বলা হইয়াছে যে, বিশ্বের সকল বস্তুরই জোড়া রহিয়াছে এবং আধ্যাত্মিক জগতেও সেইরূপ বিশেষ ব্যক্তি পুরুষ-সুলভ প্রভাব বিস্তার করে এবং অন্যেরা স্ত্রী-সুলভ সেই প্রভাব গ্রহণ করিয়া থাকে। বর্তমান আয়াতে ইহাই ব্যক্ত হইয়াছে যে, নবী করীম (সাঃ)- এর ব্যক্তি-সত্তার মধ্যে আধ্যাত্মিক পুরুষ-সত্তার আবির্ভাব ঘটিয়াছে যাহার সমর্থন বা ছাপ ব্যতিরেকে অন্য কোন ব্যক্তি আধ্যাত্মিক মর্যাদায় উন্নীত হইতে পারে না। এই আয়াত আরো প্রকাশ করিতেছে যে, আল্লাহ্তা’লাই ভালভাবে জানেন যে, মক্কাবাসীদের প্রকৃতিগত সামর্থ্য ও স্বাভাবিক যোগ্যতা স্বর্গীয় নেয়ামতের প্রভাব গ্রহণ করিবে, না শয়তানী প্রভাবে পরিচালিত হইবে, এবং কোন্ প্রভাব বৃদ্ধি পাইতে থাকিবে আর কোন্টি ধ্বংস প্রাপ্ত হইবে। যাহারা রসূল করীম (সাঃ)-কে গ্রহণ করে এবং তাঁহার ছাপ প্রাপ্ত হয় তাহারা উন্নতি করিবে, প্রভাবশালী ও শক্তিশালী হইবে, তাহাদের সংখ্যা বৃদ্ধি পাইবে এবং তাঁহার বিরুদ্ধবাদীরা ক্রমশঃ দুর্বল হইয়া লোপ পাইতে থাকিবে।