১৪১৭-ক

‘হাত্তা’ কোন কোন সময় সংযোজক অব্যয় পদে ব্যবহৃত হইয়া থাকে, যথা ‘ওয়া’ অর্থ ‘এবং’ বা ‘এমনকি’। যেমন- ‘আকাল্‌তু সামাকা হাত্তা রা’ সাহা’ অর্থাৎ আমি মাছ খাইলাম এমনকি উহার মাথাও খাইলাম (লেইন)।