১৪১৩

‘যখন তিনি আমাকে কারাগার হইতে (সসম্মানে) বাহির করিলেন’—এখানে মহান আল্লাহ্‌তা’লার দয়ার উল্লেখ করিতে যাইয়া ইউসুফ (আঃ) শুধু কারা-মুক্তির কথাই প্রকাশ করিলেন, কিন্তু কূপ হইতে রক্ষা পাওয়ার কথা উল্লেখ করেন নাই, কারণ উহাতে তাহার ভাইয়েরা লজ্জা বোধ করিত।