১৪০৫-ক

এইবার হযরত ইউসুফ (আঃ)-এর ভাইদের আচরণ দুর্বোধ্য বলিয়া মনে হয়। তাহারা নৈতিকভাবে এত দুর্বল হইয়া গিয়াছিল যে, তখন তাহাদের মিশর যাওয়ার উদ্দেশ্য ছিল ইউসুফ, বেনজামিন ও ইহূদার অনুসন্ধান করা, কিন্তু তাহারা তাহা উপেক্ষা করিয়া নিজেদের জন্য খাদ্য শস্যের প্রার্থনা জানাইল।