‘বাইয়াযাস্ সাকয়া’আ অর্থ সে পানি অথবা দুধ দ্বারা চামড়ার থলে পূর্ণ করিয়াছিল। ইবইয়ায্যাত আইনাহু তখন ব্যবহার হয় যখন কোন ব্যক্তির অতীব দুঃখ-কষ্ট বা ব্যথায় হৃদয় ভারাক্রান্ত হইয়া চক্ষুদ্বয় অশ্রুপূর্ণ হইয়া উঠে। সুতরাং উক্ত আয়াত ইহাই ব্যক্ত করিতেছে যে, দুঃখ-কষ্টে ইয়াকুব (আঃ)-এর নিকট দুনিয়া অন্ধকারাচ্ছন্ন মনে হইল এবং চক্ষু অশ্রুসজল হইয়া উঠিল (লেইন, রাযী, বিহার)।