১৩৯৮

এক পাপ অন্য পাপের পথ দেখায়। ইউসুফ (আঃ)- এর ভাইয়েরা প্রথমে তাঁহাকে নিহত করিতে চাহিয়াছিল। এখন তাহারা একেবারে নির্লজ্জভাবে তাঁহার প্রতি চুরির অভিযোগ আরোপ করিয়া বসিল।