‘জায়ালা’ শব্দের অর্থ রাখিল। ইহা এই অর্থেও ব্যবহার হইয়া থাকিতে পারে যে, ইউসুফ (আঃ) নিজেই বাটিখানা তাঁহার ভাইয়ের থলের মধ্যে রাখিবার আদেশ দিয়াছিলেন যেন সে তাহার সফরে ইহা ব্যবহার করিতে পারে, অথবা পেয়ালাটি হয়তবা ঘটনাক্রমে ইউসুফের অজান্তে বেনজামিনের মালপত্রের সঙ্গে মিশিয়া গিয়াছিল।