১৩৯০

ইউসুফ (আঃ) খাজাঞ্চিখানা বা অর্থ দপ্তরের কাজ পসন্দ করিলেন। তাঁহার উক্ত পসন্দ সম্ভবতঃ এই উদ্দেশ্যে ছিল যাহাতে তিনি এই দপ্তর পরিচালনায় একাগ্রতার সাথে মনোনিবেশ করিতে পারেন যাহার সাথে বাদশাহর স্বপ্ন সত্যে বাস্তবায়িত হওয়া গভীরভাবে সম্পৃক্ত ছিল।