১৩৮৮

এই বাক্যে ইহাই ব্যক্ত হইতেছে যে, মেহমান মহিলাদের হাত (আঙ্গুল) বাস্তবিকই কাটিয়াছিল, নতুবা ইউসুফ (আঃ) এই ঘটনার প্রতি নির্দেশ করিতেন না। হয়ত হতভম্ব হইয়া অথবা আলাপে নিমগ্ন হইয়া অন্যমনস্কভাবে মহিলাদের কেহ কেহ তাহাদের হাত কাটিয়াছিল। অর্থাৎ তাহারা অসাবধানতার মধ্যে পতিত হইয়াছিল। কিন্তু প্রকৃতই যদি এরূপ না ঘটিয়া থাকিত তবে হযরত ইউসুফ (আঃ) হাত কাটার কথা উল্লেখ করিতেন না। ‘হাশা লিল্লাহে’ অর্থ আল্লাহ্‌ বাঁচান, বা আল্লাহ্ অপবিত্রতা হইতে কত দূরে! (লেইন)।