১৩৮১

সেনা অধিনায়ক পটিফার-এর স্ত্রীর দুর্নাম রটিয়া যাওয়ায়, তাহার লোকেরা বোধহয় ভাবিয়াছিলঃ এই কলঙ্কময় অপবাদ রটনাকে বন্ধ করিতে হইলে ইউসুফকে কয়েদীর বেশে জেলে পাঠানো হইলে তাহাকে অপরাধী মনে করার জনমত সৃষ্টি হইবে এবং এই স্ত্রীলোকটির অপবাদ ইউসুফের উপর বর্তাইবে।