১৩৭২

এই আয়াত হইতে ইহাই প্রতীয়মান হয় যে, স্ত্রীলোকটি ইউসুফ (আঃ)-কে প্রলোভিত করার চেষ্টা করিয়া ব্যর্থ মনোরথ হইয়াছিল এবং হযরত ইউসুফ (আঃ) তাহার কুমন্ত্রণাকে প্রতিরোধ করিতে কৃতকার্য হইয়াছিলেন। ইন্নাহু রাব্বী- অর্থ ‘তিনি আমার প্রভু’ কথাগুলি আল্লাহ্‌তা’লাকে ইংগিত করিতেছে, ইউসুফ (আঃ)-এর মিশরীয় প্রভুকে বুঝায় না—যেমন কোন কোন ব্যাখ্যাকারী ভুল ধারণা পোষণ করিয়া থাকেন।