১৩৬০

বাইবেলে উল্লেখিত হইয়াছে যে, প্রথমে সূর্য এবং চন্দ্র ও পরে এগারটি নক্ষত্র ইউসুফ (আঃ)-কে সেজদা করিয়াছিল (আদি-৩৭ঃ৯)। কিন্তু কুরআন উহাকে উল্টা করিয়া দেখাইয়াছে; এবং ইতিহাসের প্রকৃত ঘটনা কুরআনে উল্লেখিত বর্ণনাকেই সমর্থন করে। কারণ ইউসুফ (আঃ)-এর এগার ভাইই (এগার নক্ষত্র) প্রথমে তাঁহার সঙ্গে মিলিত হইয়া অভিবাদন করিয়াছিল এবং তাঁহার পিতা-মাতা পরবর্তীতে আসিয়া মিলিয়াছিলেন। এই আয়াত ব্যক্ত করিতেছে যে, তাঁহার মাতা-পিতা ও ভাইয়েরা হযরত ইউসুফ (আঃ)-এর আনুগত্য স্বীকার করিয়া নিয়াছিল।

Visitor Edits

December 30, 2025 4:31 amApproved
বাইবেলে উল্লেখিত হইয়াছে যে, প্রথমে সূর্য এবং চন্দ্র ও পরে এগারটি নক্ষত্র ইউসুফ (আঃ)-কে সেজদা করিয়াছিল (আদি-৩৭ঃ৯)। কিন্তু কুরআন উহাকে উল্টা করিয়া দেখাইয়াছে; এবং ইতিহাসের প্রকৃত ঘটনা কুরআনে উল্লেখিত বর্ণনাকেই সমর্থন করে। কারণ ইউসুফ (আঃ)-এর এগার ভাইই (এগার নক্ষত্র) প্রথমে তাঁহার সঙ্গে মিলিত হইয়া অভিবাদন করিয়াছিল এবং তাঁহার পিতা-মাতা পরবর্তীতে আসিয়া মিলিয়াছিলেন। এই আয়াত ব্যক্ত করিতেছে যে, তাঁহার মাতা-পিতা ও ভাইয়েরা হযরত ইউসুফ (আঃ)-এর আনুগত্য স্বীকার করিয়া নিয়াছিল।