১৩৫৮

হযরত ইউসুফ (আঃ)-এর ঘটনাবলী নবী করীম (সাঃ)-এর নিকট বিস্তারিতভাবে নাযেল হওয়ার কারণ এই যে, ঐ সকল ঘটনাবলীর মধ্যে তাঁহার নিজের জীবনের জন্যও পরোক্ষ ভবিষ্যদ্বাণী নিহিত রহিয়াছে। ঐ সব ঘটনা রসূল করীম (সাঃ)-এর ব্যক্তি জীবনে এবং তাঁহার ভাই কুরায়শদের ব্যাপারে পুনঃ সংঘটিত হওয়ার জন্য নির্ধারিত ছিল।