১৩৫৫

‘মাকানা’ শব্দের উৎপত্তি ‘কানা’ বা ‘মাকানা’ হইতে এবং ইহার অর্থ অবস্থান বা ক্ষমতা (আক্‌রাব)। এই আয়াত দ্বারা বুঝা যাইতেছে যে, যদিও এই সূরায় বর্ণিত ইসলামের চরম বিজয় এবং অবিশ্বাসীদের অন্তিম পরাজয় ও ব্যর্থমনোরথ হওয়ার মহান ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়া বর্তমান অবস্থায় অবিশ্বাস্য ও অস্বাভাবিক বলিয়া মনে হয়, তবুও আল্লাহ্‌তা’লার নিকট কোন কাজই অসম্ভব নহে এবং এই ভবিষ্যদ্বাণী সমূহ নিশ্চয়ই পর্ণ হইবে।