‘মাকানা’ শব্দের উৎপত্তি ‘কানা’ বা ‘মাকানা’ হইতে এবং ইহার অর্থ অবস্থান বা ক্ষমতা (আক্রাব)। এই আয়াত দ্বারা বুঝা যাইতেছে যে, যদিও এই সূরায় বর্ণিত ইসলামের চরম বিজয় এবং অবিশ্বাসীদের অন্তিম পরাজয় ও ব্যর্থমনোরথ হওয়ার মহান ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়া বর্তমান অবস্থায় অবিশ্বাস্য ও অস্বাভাবিক বলিয়া মনে হয়, তবুও আল্লাহ্তা’লার নিকট কোন কাজই অসম্ভব নহে এবং এই ভবিষ্যদ্বাণী সমূহ নিশ্চয়ই পর্ণ হইবে।