মানুষের অপরাধ এতই গুরুতর ছিল যে, যদি পূর্ব হইতে এই বিধান নির্ধারিত না থাকিত যে, মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য আধ্যাত্মিক উন্নতি করিয়া অবশেষে আল্লাহ্তা’লার ঐশী করুণার পাত্রে পরিণত হওয়া (৭ঃ১৫৭; ১১ঃ১২০; ৫১ঃ৫৭), তবে বহু পূর্বেই তাহাদিগকে ধ্বংস করিয়া দেওয়া হইত।
Visitor Edits
মানুষের অপরাধ এতই গুরুতর ছিল যে, যদি পূর্ব হইতে এই বিধান নির্ধারিত না থাকিত যে, মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য আধ্যাত্মিক উন্নতি করিয়া অবশেষে আল্লাহ্তা’লার ঐশী করুণার পাত্রে পরিণত হওয়া (৭ঃ১৫৭; ১১ঃ১২০; ৫১ঃ৫৭), তবে বহু পূর্বেই তাহাদিগকে ধ্বংস করিয়া দেওয়া হইত।