১৩৪৪

রেফ্‌দ্‌ অর্থঃ উপহার বা সমর্থন বা সাহায্য (লেইন)। আয়াতের অর্থ ইহাও হইতে পারে যে, ফেরাউন, যাহাকে তাহার অনুগত লোকেরা আল্লাহ্‌তা’লার বিপরীতে সাহায্যকারী মনে করিত, সে তাহাদের জন্য তাহাদের শেষ দিনে বা পুনরুত্থানের দিনে ক্ষতিকারক সাহায্যকারীরূপে প্রমাণিত হইবে, কারণ সে কেবল উহাদিগকেই দোযখে নামাইবে না বরং সে নিজেও তাহাদের সঙ্গে উহাতে প্রবেশ করিবে।