এই আয়াতের অর্থ ইহাও হইতে পারে যে, বিরুদ্ধবাদীগণ তাহাদের নিজস্ব পরিকল্পনানুযায়ী কাজ করিতে থাকুক এবং তিনিও (হযরত শো’আয়্ব) তাঁহার ঈমানের আলোকে ক্রিয়াশীল থাকিবেন। কর্মফলই প্রমাণ করিবে যে, কে আল্লাহ্তা’লার ইচ্ছা মাফিক চলিতেছে এবং কে আল্লাহ্তা’লার উদ্দেশ্যকে অমান্য ও ব্যর্থ করার প্রচেষ্টায় লিপ্ত।