সদোম ও ঘমোরাহ্ দুই শহরের অধিবাসীরা অপরিচিত পথচারী দেখিলে দৌড়িয়া আসিয়া লুঠতরাজ করিত (যিউ এনসাইকো,সদোম অধ্যায়)। স্বভাবতঃই তাহারা প্রতিশোধ গ্রহণ করা হইবে বলিয়া সর্বদা শঙ্কিত থাকিত, বিশেষতঃ শহরের লোকেরা, যাহারা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রকৃতপক্ষে সর্বক্ষণ যুদ্ধংদেহী অবস্থায় থাকিত (আদি-১৪) তাহারা নিজেদের শহরে কোন অচেনা লোকের আগমন পসন্দ করিত না। আল্লাহ্তা’লার সকল নবীগণের মতই হযরত লুত (আঃ) ও স্বাভাবিক কারণেই অতিথির আরামের প্রতি খেয়াল করিতেন এবং তাহাদের জন্য আতিথেয়তা প্রদর্শন করিতেন (১৫ঃ৭১)। তাঁহার জাতির লোকেরা লুত (আঃ)-কে বারংবার অতিথি সেবার বিরুদ্ধে সতর্ক করিয়া দিয়াছিলেন। সুতরাং যখনই তিনি ‘প্রেরিতগণকে’ তাহার বাড়ীতে স্বাগত জানাইলেন তখনই তাঁহার শহরবাসী ক্রুদ্ধ লোকেরা উত্তেজিত হইয়া ছুটিয়া আসিল এবং ভাবিল যে তাহারা তাহাদের আপত্তি অগ্রাহ্য করিয়া অপরিচিত লোককে আশ্রয় দেওয়ার অভিযোগে লূত (আঃ)-কে শাস্তি দেওয়ার ইহাই সুবর্ণ সুযোগ (১৫ঃ৬৮-৭১)।