১৩২৫

ইহা আরবদের প্রাচীন প্রথার প্রতি ইঙ্গিত করিতেছে, যখন কোন যুদ্ধে পরাজিত ব্যক্তি বা দলকে বিজয়ীর সামনে বন্দী অবস্থায় আনা হইত, তখন সেই বন্দীর মাথার অগ্রভাগের কেশগুচ্ছ ধরিয়া বিজয় গৌরব প্রকাশ করা হইত, অথবা জয়োল্লাসের চিহ্ন স্বরূপ বন্দীদের মাথার চুল মুণ্ডাইয়া ছাড়িয়া দেওয়া হইত।