১৩২০

এই আয়াতে নবীদের ইস্তেগফার করার প্রকৃত তাৎপর্য বুঝা যায়। এস্থলে হযরত নূহ (আঃ) তাঁহার পুত্রকে নিজ পরিবারের অন্তর্ভুক্ত বলিয়া প্রকাশ করায় কোন পাপ করেন নাই। ইহা শুধু মানব-সুলভ ভুল বিবেচনা মাত্র। এতদসত্বেও নূহ (আঃ) ‘ইস্তেগফার’ করিলেন। ইহাতে স্পষ্টই বুঝা যায় ‘ইস্তেগফার’ করাটা সর্বদাই পাপের প্রমাণ নহে। ইহার দ্বারা মানবীয় দুর্বলতা বা ভুল সিদ্ধান্তের কুফল হইতে বাঁচার জন্য বিনয় এবং দীনতার সহিত আল্লাহ্‌তা’লার আশ্রয় প্রার্থনা করা বুঝায়।