১৩১৩

তফসীরাধীন এই আয়াতটি মনে হয় সূরা নূহ’র ২৭-২৮ আয়াত-এর পূর্বে নাযিল হইয়াছিল। কেননা এই আয়াতমূলে দেখা যায় যে, আল্লাহ্‌তা’লা তাঁহার সিদ্ধান্তের কথা বলিয়া দুঃখ না করার জন্য জানাইয়াছিলেন যে, তাঁহার জাতির আর কোন লোক ঈমান আনবে না। অতএব, তাঁহার এই দোয়া (৭১ঃ২৭,২৮) বদদোয়া নহে, প্রকৃতপক্ষে আল্লাহ্‌তা’লার ইচ্ছা ও সিদ্ধান্তের প্রতি আনুগত্যই প্রকাশ করিতেছে। এই দোয়ার দ্বারা যাহা বুঝাইয়াছিল তাহা এই যে, আল্লাহ্‌তা’লা তাহার জাতির ধ্বংসের সিদ্ধান্ত কার্যকর করিতে পারেন।