১৩১১

এই আয়াতে শাস্তির ভবিষ্যদ্বাণী সম্বন্ধে তিনটি নিয়ম ব্যক্ত করা হইয়াছেঃ (১) নির্ধারিত শাস্তি সংঘটিত হওয়ার প্রকৃত সময় সাধারণতঃ প্রকাশ করা হয় না, (২) এবং সেই শাস্তি প্রয়োগ শর্তসাপেক্ষ ও অপরাধীর মনের পরিবর্তন অনুযায়ী আল্লাহ্‌তা’লা যদি চাহেন, উহা পরিবর্তন করিয়া সাময়িকভাবে স্থগিত রাখেন অথবা রহিত করিয়া দেন, (৩) এতদ্বিষয়ে অর্থাৎ শাস্তির ভবিষ্যদ্বাণী সম্পর্কে যে কোন পরিবর্তনই হউক না কেন আল্লাহ্‌তা’লার অলংঘনীয় উদ্দেশ্য কখনই পরিবর্তিত হয় না। কারণ অবিশ্বাসীরা আল্লাহ্‌তা’লার উদ্দেশ্য কোন ভাবেই ব্যর্থ করিতে পারে না।