১৩১০

‘বা-দি-আর-রা’য়ী’ অর্থ প্রথম চিন্তাতেই বাহ্যদৃষ্টিতে, যথাযথ বিবেচনা না করিয়া (লেইন)। ‘আরা যিলুনা বা-দিয়া আর-রা’য়ী’ অর্থাৎ বিরুদ্ধবাধীদের দৃষ্টিতে নূহ (আঃ)-এর অনুসারীগণঃ (ক) বাহ্যদৃষ্টিতেই নিকৃষ্ট ও তুচ্ছ (খ) তাহাদের বিশ্বাস অকপট নহে, (গ) ইহা তাহাদের ভালবাসা বিস্তারেরই ফল। ইহা নিতান্তই পরিতাপের বিষয় যে, সকল নবীদের সময়ই বিরুদ্ধবাদীরা আল্লাহ্‌র প্রেরিত রসূলের দাবীর সত্যতা যাচাই করার জন্য তাহাদের নিজস্ব মনগড়া মাপকাঠিতে বিচার করিতে যাইয়া সত্যকে বুঝিতে পারে না,ফলে তাহারা ধারণা করিয়া লয় যে, তাহারা খোলাখুলি চিন্তাভাবনা করিয়াছে ও যথেষ্ট বিচার-বিবেচনা করিয়া দেখিয়াছে বলিয়া নবীর দাবীকে মিথ্যা সাব্যস্ত করিয়া বসে।