“যন্ত্রণাদায়ক দিবসের শাস্তি” হইতে “একটি যন্ত্রণাদায়ক শাস্তি” ভিন্নতর। প্রথমোক্ত শাস্তির দ্বারা শাস্তির অধিকতর ভয়াবহতা বুঝায়। কতক শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু কতক এমন দিনও রহিয়াছে যাহার কথা স্বরণ হইলে মানুষের অন্তর ভয়-বেদনায় কাঁপিয়া উঠে, অথচ প্রকৃত শাস্তি কেবল তাহাদিগের বেদনার কারণ হয় যাহাদের উপর ইহা আরোপিত হয়। কিন্তু যন্ত্রণাদায়ক দিবসের শাস্তি তাহাদিগকেও ভীতি-বিহবল করে যাহারা পরবর্তী কালে আসিয়া থাকে।