১৩০৩

‘লাকুম’ সর্বনামটি এস্থলে বহুবচনে ব্যবহৃত করিয়া আল্লাহ্‌তা’লা এই দিকে ইঙ্গিত করিয়াছেন যে, আয়াতে উক্ত চ্যালেঞ্জ শুধু মাত্র নবী করীম (সাঃ)-এর তরফ হইতেই ছিল না, বরং তাঁহার উম্মতের সর্বযুগের সকল অনুগামীগণকেই অবিশ্বাসীদের প্রতি এই চ্যালেঞ্জের অধিকার দেওয়া হইয়াছে। এই আয়াত নিশ্চিতরূপে নিশ্চয়তা দিতেছে যে, সর্বপ্রকার সৌন্দর্যমণ্ডিত এবং সকল গুণাবলীপূর্ণ এই মহান ঐশী কিতাব আল্‌ কুরআন চিরকাল অপ্রতিদ্বন্দ্বী থাকিবে।