১৩০

‘ফিরিশ্‌তাদ্বয়’ বলিতে এখানে, ‘দুইজন পবিত্র মানুষ’ বুঝাইয়াছে (১২ঃ৩২), কেননা এই দুই জন ফিরিশ্‌তা মানুষকে কিছু শিখাইতেছেন বলিয়া উল্লেখ করা হইয়াছে। ফিরিশ্‌তারা সাধারণ মানুষের মাঝে বাস করেন না এবং মানুষের সাথে অবাধ মিলামিশাও করেন না (১৭ঃ ৯৫; ২১ঃ৮)।