১২৯৫

এই আয়াতে দেখা যায় যে, মানুষের আধ্যাত্মিক উন্নয়নে তওবার স্থান ইস্তেগফারের পরে এবং উচ্চ পর্যায়ের। পূর্বে-কৃতপাপসমূহের কুফল হইতে আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করার পর সর্বান্তকরণে আল্লাহ্‌তা’লার দিকে প্রত্যাবর্তিত হওয়ার নাম ‘তওবা’। আল্লাহ্‌তা’লার নৈকট্য লাভের জন্য ইহা হইতে উৎকৃষ্টতর পন্থা চিন্তা করা যায় কি?