“লক্ষ্য করিয়া দেখ! আকাশমণ্ডল এবং পৃথিবীতে কি হইতেছে” এই উক্তির মর্মার্থঃ যে সকল উপাদান বা উপকরণ রসূল (সাঃ)-এর মিশনকে কৃতকার্যতায় ও উন্নতিতে পৌঁছাইয়া দেওয়ার জন্য অবধারিত সেইগুলি পূর্বাহ্নেই আকাশমণ্ডল ও পৃথিবীতে প্রকাশমান হইয়াছে। অতএব, ধর্ম নিজ সুন্দর শিক্ষাবলে উন্নতি সাধন করিতে সক্ষম, ইহার জন্য কোন বাধ্যবাধকতা বা শক্তি প্রয়োগের প্রয়োজন নাই।