১২৯০

কোন ধর্মমতের উপর প্রকৃত ঈমান লাভ করা শুধু মাত্র মৌখিক স্বীকারোক্তি দ্বারা সম্ভব নহে। আল্লাহ্‌তা’লার ইচ্ছা বা অনুগ্রহেই কেবল ইহা সম্ভবপর, অর্থাৎ আল্লাহ্‌র প্রতিষ্ঠিত নির্দিষ্ট বিধান এবং নিয়মকানুন পালন করার মাধ্যমেই তাহা সম্ভব।