এই সম্বোধন হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি নহে, বরং কুরআনের প্রত্যেক পাঠকের প্রতি, এই কারণে “যাহা আমরা তোমার নিকট অবতীর্ণ করিয়াছি” এই শব্দগুলিও তাঁহাকে সম্বোধন করা বুঝায় না, কারণ কুরআনের বিভিন্ন স্থানে বলা হইয়াছে যে, ইহা (কুরআন) সকল মানব জাতির নিকট অবতীর্ণ হইয়াছে (২ঃ১৩৭; ২১ঃ১১)। ঠিক ইহার পরবর্তী আয়াত এই মতের সমর্থন করে, কারণ আল্লাহ্তা’লার নিদর্শন সমূহের মিথ্যা বলিয়া প্রত্যাখ্যানকারীদিগের মধ্যে নবী করীম (সাঃ) গণ্য হইতে পারেন না।