১২৮৪

‘ঘরগুলি মুখোমুখি করিয়া নির্মাণ কর’ উক্তির মর্ম (১) ইস্‌রাঈলীদিগকে একত্রে একে অন্যের নিকটবর্তী অবস্থানে বাস করিতে নির্দেশ দেওয়া হইয়াছিল যাহাতে প্রয়োজনের সময় তাহারা একে অন্যের সাহায্য করিতে পারে, কারণ এই উদ্দেশ্য পূরণ তখনই সম্ভব যখন মানুষ নিজেদের বাসগৃহ পাশাপাশি বা সামনা-সামনি নির্মাণ করিয়া থাকে, (২) তাহাদের বাড়ীগুলির একই রোখ হওয়া উচিৎ, যাহার রূপক অর্থ তাহাদের সকলের আদর্শ এবং লক্ষ্য এক হওয়া সমীচীন; (৩) তাহাদের সকলের বাসস্থান এক ধরণের হওয়া উচিত যাহাতে ধনী ও দরিদ্রের মধ্যে অকৃত্রিম ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়, যেন তাহারা একদলে একযোগে কাজ করে—কারণ প্রকৃত ভ্রাতৃত্ব গড়িয়া উঠিতে পারে না, যখন সম্প্রদায়ের কতক লোক প্রাসাদতুল্য মহলে বসবাস করে এবং অন্যান্যরা জরাজীর্ণ গৃহে বসবাস করে।