১২৮৩

ইস্‌রাঈলীদিগকে শহরে বসতি স্থাপন করার আদেশ দানে ইহা বুঝায় না যে, তাহারা পূর্বে বিজন মরু-প্রান্তরে বসবাস করিত। এই আয়াতে সুসভ্য এবং যৌথ-জীবন যাপনের সুবিধা ও প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হইয়াছে মাত্র। দুর্বল সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের লোকদিগের বড় শহরে মিলিতভাবে বসবাস করিবার সাধারণ প্রবণতা রহিয়াছে।