১২৮১-ক

ন্যায়পরায়ণ বা সৎ উদ্দেশ্য প্রচারের জন্য অন্যায় বা অসৎ উপায়ের সাহায্য ও সমর্থন প্রয়োজন হয় না। আল্লাহ্‌তা’লার নবীগণ ও তাঁহাদের অনুসারীগণ ‘পরিণামই উপকরণের যৌক্তিকতার মাপকাঠি’ এই নীতি বাক্যের উপর নির্ভরশীল নহেন। সত্য ইহার সহজাত শক্তি দ্বারা বিস্তার লাভ করে এবং পরিণামে বিজয়ী হয়, মিথ্যার দ্বারা নহে।