রাত্রি যেমন মানুষের কঠিন পরিশ্রমে শ্রান্ত ও অবসন্ন দেহের অঙ্গ-প্রতঙ্গ পুনঃ সজীব করিবার সময় প্রদান করিয়া থাকে এবং আগামী দিনের জন্য তাহাকে কর্মক্ষম করিয়া তোলে, সেইরূপে জাতিসমূহের জীবনেও নিষ্ক্রিয় এবং নিরুদ্যম অবস্থাদৃর্ণ বিরতি তাহাদের অবকাশ বা বিশ্রাম এবং সক্ষমতা দানের কাজ করিয়া থাকে এবং তাহাদের মধ্যে নূতন জীবনীশক্তি এবং নূতন উদ্যম-প্রেরণা ঢালিয়া দিয়া প্রাণবন্ত করিয়া দেয় এবং ভবিষ্যতের কাজের জন্য প্রস্তুত করিয়া তোলে।