৬৩ আয়াতের মধ্যে বলা হইয়াছিল যে, আল্লাহ্র বন্ধুগণ (আওলিয়া) কখনো শোকাভিভূত হইবে না বা হয় না, কিন্তু আঁ-হযরত (সাঃ) কে শোক বা দুঃখ করিতে বারণ করা হইয়াছে। প্রকৃতপক্ষে নবী করীম (সাঃ)-এর দুঃখ তাঁহার নিজের জন্য ছিল না, বরং অন্যান্যের জন্য ছিল। তিনি মানবজাতির জন্য ক্রন্দন করিতেন এবং শোকাভিভূত হইতেন। ১৬৬৪ টীকা দ্রষ্টব্য।